মাধব দেবনাথ,নদিয়া: যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্যক্তিত্বের বাইরে বেরিয়ে পরিবেশকে সুস্থ রাখতে কজন ভাবেন, কিন্তু সাট উর্ধ্ব বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতে নিলেন অভিনব উদ্যোগ। নদীয়া থেকে রিক্সায় সংসার সাজিয়ে বেরিয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে। নদীয়ার কৃষ্ণনগরের গেট রোড শ্মশান কালীবাড়ি এলাকার বাসিন্দা দুলাল বিশ্বাস, প্রত্যেকেই তাকে বাঁকা চাঁদ নামে চেনে। দীর্ঘ বছর ধরে রিক্সা চালিয়ে তার কোনো রকম সংসার চলে, কিন্তু চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ, বিলুপ্তপ্রায় হতে চলেছে নদী নালা, তাই আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে আর তিনি ঘরে বসে থাকতে পারলেন না। গত রবিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে রিক্সায় সংসার সাজিয়ে স্ত্রীকে বসিয়ে প্যাটেল করে বেরিয়ে পড়েন দেশে বিভিন্ন প্রান্তে। রিক্সার চতুর্দিকে লাগানো রয়েছে পরিবেশ বার্তার নানান কথোপকথন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আসানসোলে পৌঁছেছেন ওই বৃদ্ধ। তার কথায় কবে যে বাড়ি ফিরবেন তিনি নিজেও জানেন না, তার একমাত্র লক্ষ্য পরিবেশের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া।

দুলালবাবু বলেন, তার নিজের শহর কৃষ্ণনগরের শহরের মধ্যেই রয়েছে জলঙ্গী নদী ও অঞ্জনা নদী। জলঙ্গী নদীর পরিস্থিতি প্রায় মৃত্যুর পথে, আর অঞ্জনা নদী এখন নালাতে পরিণত হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদী নালার ভূমিকা থাকে অনবদ্য, কিন্তু এই দুটি নদীকে পুনর্জীবিত করতে সরকারের কোন ভূমিকাই দেখা যাচ্ছে না। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তার মধ্যে দিয়ে নদী সংস্কারের বার্তাও রাখছেন এই অভিযানের মধ্যে দিয়ে দুলাল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *