মাধব দেবনাথ,নদিয়া: অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নদীয়ার পুলিশ জেলার। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো ২,৫০০ কেজি ভেজাল ঘি, সাথে বাজেয়াপ্ত করা হয় ঘি তৈরীর সরঞ্জাম। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ার ঘটনা। বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, গতকাল রাতে একটি বিশেষ টিম গঠিত করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়, এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের। সাথে সাথেই করা একশন মুড নিতে দেখা গেল পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে ২,৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়, এছাড়াও ৫০০ কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়।

জানা যায় ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ, অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে। রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে। আর সেখানেই মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তার কথাই যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন করাভাবে ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছে না ব্যবসায়ীরা। তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হয় তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে।