মাধব দেবনাথ,নদিয়া: স্ত্রীর পেটে ছুরি মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল নদীয়ার শান্তিপুরে। নিজের স্ত্রীকে পেটের ছুরি মেরে বাড়িতেই ফেলে রাখা হয়, গতকাল মৃত্যু হয় গৃহবধুর। নদীয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেলগেট সংলগ্ন বানকপাড়া এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী সর্দার, স্বামী ভুবন সর্দার। অভিযোগ মাঝেমধ্যে মধ্যপান করে ওই গৃহবধূর সাথে অশান্তি করতো ভুবন, এছাড়াও প্রায় মারধর করত। গৃহবধূর বাবার বাড়ি দক্ষিণ ২৪ পরগণায়। গতকাল মেয়ে লক্ষ্মী সর্দার তার বাবার বাড়িতে ফোন করে সে হয়তো আর বাঁচবে না।

সেই কথা শুনে বৃহস্পতিবার পরিবারের লোকজন শান্তিপুরের গৃহবধূ শশুর বাড়িতে এসে দেখে তাদের মেয়ের মৃত্যু হয়েছে, এরপর ক্ষোভে ফেটে পড়ে গৃহবধুর বাপের বাড়ির পরিবার। তবে এই ঘটনায় অভিযুক্ত ভুবন সর্দার কে ইতিমধ্যে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে খুনের অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। জানা যায় ওই গৃহবধূর দুটি জমজ কন্যা রয়েছে, তাদের বিয়ে হয়ে গেলেও বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না দুজনেরই। মায়ের সাথে এই ধরনের নৃশংস ঘটনায় মেয়ে পায়েল সর্দার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। অন্যদিকে মৃতদেহর ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। স্বভাবতই চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকা রয়েছে থমথমে।