রাশিয়াকে দোষারোপের জন্যই তদন্ত: ক্রেমলিন
বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইনের গ্যাস লিক হওয়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলছে, রাশিয়াকে দোষারোপ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মস্কোর অংশগ্রহণ ছাড়াই গোপনে তদন্ত চালানো হয়েছে। অথচ প্রাথমিক যুক্তি বলছে, এই পাইপলাইনের ক্ষতি মানে রাশিয়ার স্বার্থের ওপর আঘাত।