গাইবান্ধায় উপনির্বাচনে অনিয়ম: দ্বিতীয় দিনের তদন্ত চলছে
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) গঠিত তদন্ত কমিটি এ কার্যক্রম শুরু করেছে। মাঠ প্রশাসন, ভোটগ্রহণ কর্মকর্তাসহ ৬৮৫ জনকে তিন দিনের শুনানির আওতায় নেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইসির অতিরিক্ত সচিব ও গঠিত তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথের নেতৃত্বে এ শুনানি চলছে।
তদন্ত কমিটির সদস্যসচিব ও ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী এবং যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস পৃথকভাবে শুনানি গ্রহণ করছেন।